'কৌশলগত' অর্থনৈতিক মন্দায় ভারত, আরবিআইয়ের প্রতিবেদন
বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের অর্থনীতি সংকোচনের পর্যায়ে আছে যা দেশকে এক নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও মুদ্রানীতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইকেল পাত্রসহ অর্থনীতিবিদদের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংকের অফ ইন্ডিয়া সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে জিডিপি আট দশমিক ছয় শতাংশ কমার বিষয়টি উল্লেখ করে অর্থনীতির পূর্বাভাস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর আগে, এপ্রিল-জুন প্রান্তিকে জিডিপি প্রায় ২৪ শতাংশ কমেছে বলেও জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, '২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে ভারত ইতিহাসে প্রথমবারের মতো একটি কৌশলগত মন্দায় পড়তে চলেছে।' তবে, ২৭ নভেম্বর দেশটির সরকারের একটি আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করার কথা।
ব্লুমবার্গের অর্থনীতিবিদদের জরিপে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের অর্থনীতি ১০ দশমিক চার শতাংশ সংকোচনের বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রিজার্ভ ব্যাংক অবশ্য কোম্পানিগুলোর খরচ কমানোর কথা জানিয়েছে, যেখানে বিক্রয় কমলেও তাদের লাভ বেড়েছে। প্রতিবেদনে যানবাহন বিক্রয় থেকে শুরু করে ফ্ল্যাশ ব্যাংকিং এর বিভিন্ন সূচক ব্যবহার করে অক্টোবরে অর্থনীতি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। উর্ধগতি অব্যাহত থাকলে অর্থনীতি অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধিতে ফিরে আসার কথা বলা হয়।
Comments