ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে মাহেন্দ্রর ধাক্কায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে মাহেন্দ্রর ধাক্কায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান।

নিহত দুই জন হলেন— ময়মনসিংহ সদর উপজেলার সোনাখালী গ্রামের মৃত এলাহী মিয়ার ছেলে পলাশ (৩০) ও একই উপজেলার পনঘাগড়া আদর্শ গ্রামের মতি মিয়ার স্ত্রী চামেলি (২৫)। এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই মো. মেহেদি হাসান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

Comments

The Daily Star  | English

Mob beating at DU: Six students confess involvement

Six students of Dhaka University, who were arrested in connection with killing of 35-year-old Tofazzal Hossain inside their hall on Wednesday, confessed to their involvement in the crime before a magistrate

1h ago