‘আদিবাসী জার্সি’ পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশেষ এক জার্সি পরে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। যে জার্সি বলবে দেড়শো বছর আগের তাদের আদিবাসী ক্রিকেটারদের গল্প।
তিন সংস্করণের সিরিজ খেলতে এরমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারত দল। ২৭ নভেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের সিরিজ। ৪, ৬ ও ৮ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজের জন্যেই তৈরি করা হয়েছে বিশেষ জার্সি। ১৮৬৮ সালে তিন মাসের যুক্তরাজ্য সফরে ৪৭টি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। মূলত সেই দলের গল্পই থাকছে মূখ্য।
জার্সির ডিজাইনে সামনের অংশে আছে দৃষ্টিনন্দন আর্ট। যাতে আদিবাসী ক্রিকেটারদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের চিত্র তুলা ধরা হয়েছে। মাঝের বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে লর্ডসের মাঠ আর তার পাশে ছোট বৃত্ত বলছে সেই দলের বিভিন্ন কর্মকাণ্ডের কথা।
ক্রিকেট অস্ট্রেলিয়া গত বুধবার এই জার্সি উন্মোচন করে। যার নকশা করেন দুজন আদিবাসী নারী অ্যান্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগেন। এরমধ্যে ক্লার্ক হচ্ছেন ১৮৬৮ সালের অস্ট্রেলিয়া দলের কোজেনসের বংশধর, যিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটে গ্রাংগেরং নামে পরিচিত।
অস্ট্রেলিয়া নারী দলও চলতি বছর একই নকশার জার্সি পরে ম্যাচ খেলেছিল।
Comments