রাজধানীতে বাসে অগ্নিসংযোগ, ১৫ নভেম্বর শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
রাজধানীর কিছু স্থানে গতকাল বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
আজ শুক্রবার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কে বিশৃঙ্খলার প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাসে অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:
Comments