তেহরানে আল-কায়েদার ‘সেকেন্ড-ইন-কমান্ড’কে হত্যার সংবাদ প্রত্যাখ্যান ইরানের

Abu Muhammad al-Masri-1.jpg
আবু মোহাম্মদ আল-মাসরি। ছবি: সংগৃহীত

জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার ‘সেকেন্ড-ইন-কমান্ড’ আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল-মাসরিকে ইসরাইলের গুপ্তচরেরা গত আগস্ট তেহরানে হত্যা করেছে বলে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ইরান।

রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মাটিতে আল-কায়েদার কোনো জঙ্গি নেই।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রায়ই ওয়াশিংটন ও তেল আবিব গণমাধ্যমের কাছে মিথ্যা তথ্য দিয়ে এই অঞ্চলে এ গোষ্ঠীসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ডের দায় এড়াতে ইরানকে তাদের সঙ্গে এক করে দেখানোর চেষ্টা করে।’

গতকাল নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আবু মোহাম্মদ আল-মাসরিকে গত ৭ আগস্ট তেহরানের রাস্তায় মোটরসাইকেল আরোহী দুই ইসরাইলি গুপ্তচর গুলি করে হত্যা করে।    

আবু মোহাম্মদ আল-মাসরিকে ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় যুক্তরাষ্ট্রের দুটি দূতাবাসে বোমা হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে ধরা হয়। আয়মান আল জাওয়াহিরির পর তিনি আল-কায়েদার শীর্ষ নেতা হবেন বলে ধারণা করা হচ্ছিল।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago