তেহরানে আল-কায়েদার ‘সেকেন্ড-ইন-কমান্ড’কে হত্যার সংবাদ প্রত্যাখ্যান ইরানের

Abu Muhammad al-Masri-1.jpg
আবু মোহাম্মদ আল-মাসরি। ছবি: সংগৃহীত

জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার ‘সেকেন্ড-ইন-কমান্ড’ আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল-মাসরিকে ইসরাইলের গুপ্তচরেরা গত আগস্ট তেহরানে হত্যা করেছে বলে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ইরান।

রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মাটিতে আল-কায়েদার কোনো জঙ্গি নেই।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রায়ই ওয়াশিংটন ও তেল আবিব গণমাধ্যমের কাছে মিথ্যা তথ্য দিয়ে এই অঞ্চলে এ গোষ্ঠীসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ডের দায় এড়াতে ইরানকে তাদের সঙ্গে এক করে দেখানোর চেষ্টা করে।’

গতকাল নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আবু মোহাম্মদ আল-মাসরিকে গত ৭ আগস্ট তেহরানের রাস্তায় মোটরসাইকেল আরোহী দুই ইসরাইলি গুপ্তচর গুলি করে হত্যা করে।    

আবু মোহাম্মদ আল-মাসরিকে ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় যুক্তরাষ্ট্রের দুটি দূতাবাসে বোমা হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে ধরা হয়। আয়মান আল জাওয়াহিরির পর তিনি আল-কায়েদার শীর্ষ নেতা হবেন বলে ধারণা করা হচ্ছিল।

Comments

The Daily Star  | English

How the US has shifted military jets and ships in the Middle East

As America’s national security leaders discuss the next steps, the Pentagon has moved to ensure that its troops and bases in the region are protected.

56m ago