ইন্টারনেটে প্রতারণার অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ১

Romen_Hawladar_14Nov20.jpg
রমেন হাওলাদার | ছবি: সংগৃহীত

ইন্টারনেটে প্রতারণার অভিযোগে রাজধানীর কদমতলী এলাকা থেকে রমেন হাওলাদার (৪২) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, রমেন হাওলাদার সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিতেন— জ্বীনের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল দূর করা হয়; পরীক্ষায় ভালো রেজাল্টের গ্যারান্টিসহ কাজ করা হয়; জমি নিয়ে বিবাদ জ্বীনের দ্বারা মীমাংসা করে দেওয়া হয়। রমেন হাওলাদার মূলত নারীদের টার্গেট করতেন এবং কৌশলে তাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতেন। এরপর ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা হাতিয়ে নিতেন।

কয়েকজন ভুক্তভোগী সাইবার অপরাধ তদন্ত বিভাগে অভিযোগ করায় প্রযুক্তির সাহায্যে রমেন হাওলাদারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে— বলেন নাজমুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

Meanwhile, the interim government has sounded a stern warning against the Awami League taking to the street

32m ago