করোনার কারণে বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনার কারণে মানুষের বেকার সমস্যা ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

করোনার কারণে মানুষের বেকার সমস্যা ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হয়েছে, সে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। করোনার কারণে মানুষের বেকার সমস্যা, দরিদ্রতা ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আমরা ওই অবস্থায় যেতে চাই না। কারণ অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি।’

তিনি বলেন, ‘আমরা ভারতের মতো অর্থনৈতিকভাবে মাইনাসে যেতে চাই না।’

মন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাটা খুব জরুরি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যদি মাস্ক পরি, সামাজিক দূরত্ব মেনে কাজ করি। তাহলে আমাদের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হার নিয়ন্ত্রণে রাখতে পারবো।’

মন্ত্রী বলেন, ‘আমেরিকায় করোনাভাইরাসের জন্য যে ওষুধ ব্যবহার করা হয়। আমাদের দেশেও একই ওষুধ ব্যবহার করা হচ্ছে। করোনার প্রথম দিকে দেশে মাত্র একটি আরটি পিসিআর ল্যাব ছিলো। আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব আছে। যার মাধ্যমে মানুষ করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারছে। করোনাভাইরাসের জন্য আমরা অক্সফোর্ড ভ্যাকসিন গ্রহণ করেছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারাল ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করা হয়েছে। যখনই তারা তৈরি করবে এবং বাজারজাত করার অনুমতি পাবে তখনই আমরা ভ্যাকসিন পেয়ে যাব।’

কর্নেল মালেক মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, জজকোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, ৫০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ স্থাপন প্রকল্পের পরিচালক ডা. খান মোহাম্মদ আরিফ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন দাশ ও প্রভাষক এজেডএম আহসান উল্লাহ।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

45m ago