নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সের উদ্বোধন

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দিতে নোয়াখালীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের তত্ত্বাবধানে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সে ও নেফ্রোলজি বিভাগের উদ্বোধন করা হয়েছে।
ছবি: সংগৃহীত

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দিতে নোয়াখালীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের তত্ত্বাবধানে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সে ও নেফ্রোলজি বিভাগের উদ্বোধন করা হয়েছে।

দেশের প্রথম জেলাভিত্তিক কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্স এটি।

শনিবার দুপুরে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন কমপ্লেক্সের উদ্বোধন করেন।

কিডনি ডায়ালাইসিস ইউনিটের সাথে ১৬ শয্যা কিডনি ওয়ার্ড, হেপাটাইটিস বি ও সি পজিটিভ রোগীদের জন্য ডায়ালাইসিস ইউনিট, প্যাথলজিক্যাল ল্যাব, মিনি অপারেশন থিয়েটার, কিডনি রোগীদের স্পেশাল কেয়ার ইউনিট সংযোজন করে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সে রূপান্তর করা হয়।

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনী বিভাগের প্রধান ডা. ফজলে এলাহী খাঁন বলেন ডায়ালাইসিস কমপ্লেক্স নির্মাণকাজ সম্পন্ন হওয়ার নোয়াখালী জেলার ৯টি উপজেলা ও প্রতিবেশী ফেনী ও লক্ষ্মীপুর জেলার কিডনী রোগীরা নামমাত্র ফি দিয়ে উন্নতমানের চিকিৎসার সুযোগ পাবে।

Comments