২০৩০ সাল থেকে যুক্তরাজ্যে নিষিদ্ধ হবে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির বিক্রি
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২০৩০ সাল থেকে পেট্রোল ও ডিজেলচালিত নতুন গাড়ি বিক্রয়ে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন।
আগামী সপ্তাহে তিনি এ সংক্রান্ত ঘোষণা দিতে পারেন বলে আজ শনিবার ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়।
মূলত গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস করতে ২০৪০ সাল থেকে নতুন পেট্রোল এবং ডিজেলচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা ছিলো ব্রিটেনের। কিন্তু, জনসন গত ফেব্রুয়ারিতে এটিকে ২০৩৫ সালে এগিয়ে নিয়ে আসে।
সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানায়, পরবর্তী সপ্তাহে জনসন পরিবেশ নীতি বিষয়ক ভাষণে বিষয়টি আবার ২০৩০ সালে এগিয়ে নেওয়ার ঘোষণা দিবেন।
শনিবারের শুরুর দিকে কোনো সূত্র উল্লেখ না করে একই ধরনের পরিকল্পনার কথা জানিয়েছিল বিবিসি।
তবে, জনসনের আগামী ভাষণের প্রতিবেদন বা বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র।
Comments