সরকার পুরোনো খেলা শুরু করেছে: বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অভিযোগ করেছেন যে, সরকার ‘বিএনপিকে নির্মূল করতে ফাঁদে ফেলার জন্য পুরোনো খেলা’ আবার শুরু করেছে।
mirza fakhrul islam alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অভিযোগ করেছেন যে, সরকার ‘বিএনপিকে নির্মূল করতে ফাঁদে ফেলার জন্য পুরোনো খেলা’ আবার শুরু করেছে।

তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা ঢাকায় অনেক বাসে আগুন দিয়েছে। আওয়ামী লীগের নেতারা এর জন্য বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। পুরনো খেলার মতো তারা তাদের এজেন্টদের দিয়ে নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপায়।’

বিএনপি নেতা বলেন, ‘আমি বলতে চাই যে, কেউ এ ধরনের ফাঁদে পা দেবেন না। জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গে আন্দোলন করতে হবে। যারা নাশকতার কাজ করছে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমি এ জাতীয় ঘটনার তীব্র নিন্দা জানাই।’

তিনি সরকারকে এ ধরনের কাজে জড়িতদের খুঁজে বের করার এবং তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করছে যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে না পারে।

‘অন্যদিকে রাজনীতিকে নিজেদের মতো করে আয়ত্তে এনে বিরাজনীতিকরণে পরিণত করা হয়েছে,’ বলেন ফখরুল।

ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন সহজ নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের চলমান আন্দোলন আরও দীর্ঘায়িত হতে পারে এবং একে সফল করার জন্য অনেক ত্যাগ স্বীকার করার প্রয়োজন হতে পারে।

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

2h ago