কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা, বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিশেষায়িত তালা (প্যাডলক) ও রেক্সিন জাতীয় পণ্যের একটি বড় চালান আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল কাস্টমস’র পক্ষ থেকে জানানো হয়, মিথ্যা ঘোষণা দিয়ে এক কোটি দুই লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে।
সূত্র জানায়, যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান শফি আয়রন ট্রেডাস ভারত থেকে পার্টস অ্যান্ড এক্সেসরিজ আমদানির ঘোষণা দিয়ে ৪৪ হাজার ৬২১ মেট্রিক টন ওজনের প্যাডলক ও রেক্সিন আমদানি করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে দেখা যায়, ঘোষণার অতিরিক্ত ১৮ টন ৯৭২ কেজি পণ্য এসেছে।
কৌশলে খালাশ করে নেওয়ার সময় বৃহস্পতিবার বিকালে কাস্টমস কমিশনার আজিজুর রহমান চালানটি আটক করেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এই চালানের মাধ্যমে এক কোটি দুই লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে। এর সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সিঅ্যান্ডএফ এজেন্ট তালুকদার ট্রেডার্সের লাইসেন্স বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ৭১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে।
আমদানি করা পণ্যের রাজস্ব এক কোটি দুই লাখ টাকা আদায় করেছে কাস্টমস। কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট এ ধরনের অবৈধ কাজে জড়িত হলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে— বলেন আজিজুর রহমান।
Comments