কুষ্টিয়ায় ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ২৫ নারী কর্মী আটক

কুষ্টিয়ায় গোপন বৈঠক থেকে জামায়াতের ২৫ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাজারের মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিলেন। বৈঠকে ইউনিয়ন মহিলা জামায়াতের আমির সাজেদা বেগম এবং জামায়াত নেতাদের স্ত্রীরা উপস্থিত ছিলেন।
Comments