আরও পেনাল্টি পেলে মারতেন রামোসই

সুইজারল্যান্ডের বিপক্ষে আগের দিনটা কী দুঃস্বপ্নের মধ্যেই না কেটেছে স্প্যানিশ অধিনায়ক সের্জিও রামোসের। দলের পেনাল্টি স্পেশালিষ্ট হয়েও একই ম্যাচে মিস করেছেন দুটি। তার মিসেই সুইসদের বিপক্ষে জয় পায়নি দলটি। বহু ম্যাচ জয়ের নায়ক তাই আগের দিন ভিলেনই বনে গেছেন। কিন্তু তারপরও তার প্রতি আস্থা বিন্দুমাত্র কমেনি কোচ লুইস এনরিকের। সে ম্যাচে আরও পেনাল্টি পেলে তা রামোসই মারতেন বলে জানিয়েছেন এ স্প্যানিশ কোচ।
ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডের বিপক্ষে আগের দিনটা কী দুঃস্বপ্নের মধ্যেই না কেটেছে স্প্যানিশ অধিনায়ক সের্জিও রামোসের। দলের পেনাল্টি স্পেশালিষ্ট হয়েও একই ম্যাচে মিস করেছেন দুটি। তার মিসেই সুইসদের বিপক্ষে জয় পায়নি দলটি। বহু ম্যাচ জয়ের নায়ক তাই আগের দিন ভিলেনই বনে গেছেন। কিন্তু তারপরও তার প্রতি আস্থা বিন্দুমাত্র কমেনি কোচ লুইস এনরিকের। সে ম্যাচে আরও পেনাল্টি পেলে তা রামোসই মারতেন বলে জানিয়েছেন এ স্প্যানিশ কোচ।

শনিবার রাতে বাসেলের সেন্ট জ্যাকব-পার্কে উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে সুইজারল্যান্ড ও স্পেনের মধ্যকার ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে। প্রথমার্ধে সুইজারল্যান্ডকে এগিয়ে নিয়েছিলেন রেমো ফ্রেউলার। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিটখানেক আগে স্পেনকে সমতায় ফেরান বদলি জেরার্দ মোরেনো। তবে এর আগেই দুইবার সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন রামোস। ৫৭তম ও ৮০তম মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করে নিতে পারেননি রিয়াল অধিনায়ক।

সে ম্যাচে একটি অনন্য রেকর্ড গড়েছেন রামোস। স্পেনের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারে নিজের ১৭৭তম ম্যাচ খেলেন তিনি। তাতে পেছনে ফেলেছেন ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে। ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলুড়ে এখন তিনিই। কিন্তু এমন দিনেও শুনতে হচ্ছে নানান সমালোচনা।

তবে কোচ এনরিকেকে পাশেই পাচ্ছেন রামোস, 'সের্জিও রামোসের সমালোচনা করা খুব অন্যায় হবে। যদি সেখানে তৃতীয়, চতুর্থ কিংবা আরও বেশি পেনাল্টি হতো, তাহলে তার সবগুলোই মারতো রামোসই। স্পটকিক নেওয়ার জন্য আমাদের একটা তালিকা রয়েছে এবং তার প্রথমেই আছে রামোস। যতদিন সে মাঠে আছে সেই শব শট নিবে। সে টানা ২৫টি পেনাল্টি শট থেকে গোল দিয়েছে, তখন কিন্তু আমরা তার সমালোচনা করিনি।'

পাশে পেয়েছেন জাতীয় দলের সাবেক সতীর্থ ও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার জেরার্দ পিকেকেও, 'সের্জিও একজন বিজয়ী হিসেবেই জন্ম নিয়েছে। আজ সে দুটি পেনাল্টি থেকে গোল দিতে পারেনি কিন্তু সে অনেক ম্যাচ খেলেছে, অনেক জয়, অনেক পরাজয় অনেক অভিজ্ঞতা তার। আজ সে দুটি পেনাল্টিতে গোল দিতে পারেনি কিন্তু আমি ঠিক জানিনা এর আগে সে কতগুলোতে গোল দিয়েছে। আমি নিশ্চিত যদি আরেকটি পেনাল্টি হতো তাই সেই নিত এবং গোল করতো।'

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

40m ago