বেনাপোল সীমান্তে ১৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪
যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে আজ রোববার সকালে এক হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ চার জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সেলিম রেজা বলেন, ‘ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সাদিপুর সীমান্ত দিয়ে পাচার হয়ে ঢাকায় যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ চার মাদক চোরাকারবারিকে আটক করে।’
তারা হচ্ছেন- সাদিপুর গ্রামের কাশেম আলীর ছেলে মো. মিজানুর রহমান, আফসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম, নুর ইসলামের ছেলে মিজানুর রহমান এবং বড় আচড়া গ্রামের সিরাজ খালাসীর ছেলে মোহন খালাসী।
আটক ফেনসিডিলের মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Comments