রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়াস উদ্দিন (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার খাদুন এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গিয়াস রূপগঞ্জে সাফা ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার স্টোর কিপার ছিলেন। তার বাড়ি কুমিল্লার বান্দুয়াইল মেলনা বাজারে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গিয়াসউদ্দিন চাকরির সুবাদে দুই মাস ধরে রূপগঞ্জের খাদুন এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাতে তার স্ত্রী নারায়ণগঞ্জে আত্মীয়ের বাড়িতে যান। রোববার দুপুরে স্থানীয়রা ঘরে দরজা খোলা দেখে ডাক দিতে এসে মরদেহ দেখতে পান।’
তিনি বলেন, 'নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। তবে কে বা কারা কেন হত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।'
Comments