শীর্ষে উঠল অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ইতালি

টানা ২১ ম্যাচে অপরাজিত রইল আজ্জুরিরা।
italy
ছবি: টুইটার

পোল্যান্ডকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে নিজেদের গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল ইতালি। পাশাপাশি অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রাখল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইল আজ্জুরিরা।

রবিবার রাতে নিজেদের মাঠে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইতালি। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে নেন তারকা মিডফিল্ডার জর্জিনহো। খেলার একদম শেষ দিকে ব্যবধান বাড়ান বদলি ফরোয়ার্ড দমেনিকো বেরার্দি।

পুরো ম্যাচে দাপট দেখায় গত সপ্তাহে প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করা ইতালি। তাদের নেওয়া ১৯ শটের চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে, আক্রমণ সামলাতে হিমশিম খাওয়া সফরকারীরা নিজেদের মেলে ধরার সুযোগ একেবারে পায়নি বললেই চলে।

পোল্যান্ডের রক্ষণে চাপ ধরে রেখে ১৯তম মিনিটে বল পাঠিয়েছিল স্বাগতিকরা। নিকোলো বারেলার পাসে নিশানা ভেদ করেছিলেন লরেঞ্জো ইনসিনিয়ে। কিন্তু আন্দ্রেয়া বেলোত্তি পোলিশ গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে থাকায় অফসাইডের বাঁশি বাজান রেফারি।

ছয় মিনিট পর চেলসি মিডফিল্ডার জর্জিনহোর সফল স্পট-কিকে লিড নেয় ইতালি। ডি-বক্সে বেলোত্তি ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল তারা। বিরতির পর ৭৭তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় পোল্যান্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জাসেক গোরালস্কি।

lewandowski
ছবি: টুইটার

৮৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন বেরার্দি। ইনসিনিয়ের দারুণ পাসে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে এড়িয়ে কাছের পোস্টে গোলরক্ষক ভোইচেখ স্ট্যান্সনিকে পরাস্ত করেন তিনি।

পাঁচ রাউন্ড শেষে ইতালির পয়েন্ট ৯। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তিনে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৭। বসনিয়ার ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট।

শেষ রাউন্ডে আগামী বুধবার রাতে বসনিয়ার মাঠে খেলতে নামবে ইতালি। আরেক ম্যাচে পোল্যান্ডের আতিথ্য নেবে নেদারল্যান্ডস। কোন দল গ্রুপ পর্বের বাধা এড়িয়ে নেশন্স লিগের ফাইনালসে জায়গা করে নেবে তা জানা যাবে সেদিনই।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago