আবারও দাবি, ‘আমিই জিতেছি’

ট্রাম্পের আসল পরিকল্পনা কী?

মাত্র ৩০ মিনিট আগে এক টুইটে ডোনাল্ড ট্রাম্প আবারও বললেন, ‘নির্বাচনে আমিই জিতেছি।’
Donald Trump
ভার্জিনিয়ায় ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব মাঠে ডোনাল্ড ট্রাম্প। ১৫ নভেম্বর ২০২০। ছবি: রয়টার্স

মাত্র ৩০ মিনিট আগে এক টুইটে ডোনাল্ড ট্রাম্প আবারও বললেন, ‘নির্বাচনে আমিই জিতেছি।’

তার এই টুইটটি ইতোমধ্যে পছন্দ করেছেন ১ লাখ ৪২ হাজার মানুষ। এর প্রতি-উত্তর দিয়েছেন ৫৮ হাজার জন ও রিটুইট করেছেন ৭৩ হাজার জন।

 

 

এর প্রায় সাত ঘণ্টা আগে করা টুইটে ট্রাম্প বলেছিলেন, ‘সারা দেশে যেসব (ভোট সংক্রান্ত) মামলা হচ্ছে এর সবগুলোই আমাদের না। সেই মামলাগুলো তাদের, যারা ভয়াবহ অনিয়মের শিকার হয়েছেন।…’

সেই বার্তায় তিনি হুমকি দিয়ে বলেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের আসল মামলা শিগগিরই করবেন।

একই সময়ে তিনি অপর এই টুইটে বলেছেন, ‘আমাদের দেশে এই জালিয়াতিপূর্ণ নির্বাচন আমরা গ্রহণ করবো না।’

গতকাল ট্রাম্প প্রথমবারের মতো বাইডেনের বিজয়ের কথা স্বীকার করে নেন। তবে তা বাঁকাভাবে। তিনি এক টুইটে বলেছেন, ‘সে (বাইডেন) জিতেছে কারচুপির নির্বাচনে। আমি কিছুই মেনে নেইনি! আমাদের আরও বহুদূর যেতে হবে। এটা ছিল জালিয়াতিপূর্ণ নির্বাচন।’

দেশটির প্রধান সংবাদমাধ্যমগুলো যখন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তুলছে না তখন ট্রাম্প সেই গণমাধ্যমগুলোকে ‘ভুয়া নিউজ মিডিয়া’ বলে আখ্যা দিচ্ছেন।

প্রাথমিক গণনায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পপুলার ও ইলেকটোরাল ভোটে জেতার পর বিশ্বনেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও হোয়াইট হাউসে যাওয়া প্রস্তুতি নিতে শুরু করেছেন।

তবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এখনো দাবি করে যাচ্ছেন যে নির্বাচনে তিনিই বিজয়ী। তার এমন ঘোষণায় বোঝা যাচ্ছে যে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন না।

এ বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা কী তা কেউই বুঝতে পারছেন না। তবে তার টুইটার বার্তাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, তিনি একটি বড় পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছেন।

দেশটি বর্তমানে নির্বাচন সংক্রান্ত যে জটিলতার মধ্যে রয়েছে তা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন:

বিপদজনক খেলায় মেতেছেন ট্রাম্প

১০ বছর আয়কর দেননি ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

হোয়াইট হাউজের পথে বাইডেন, আইনি উপায় খুঁজছেন ট্রাম্প

আইনি লড়াইয়ের অর্থ সংগ্রহ করছেন ট্রাম্প, পরাজয় মানবেন না

‘ভীতি ও হুমকি’র পরিবেশে ট্রাম্প-বাইডেনের ভাগ্য নির্ধারণ

ট্রাম্প ‘আম-ছালা’ দুটোই হারাবেন

হোয়াইট হাউজ ছাড়ার আগে কী করতে পারেন ট্রাম্প

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

22m ago