নতুন নৌরুট হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার
পদ্মা সেতুর নদীশাসন ও সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য মাদারীপুর জেলার কাঁঠালবাড়ী ঘাট স্থানান্তর হচ্ছে বাংলাবাজারে। পূর্বের স্থান থেকে ৫০০ মিটার আপস্ট্রিমে নতুন এ ঘাটটি। ফলে, এই নৌরুটটি শিমুলিয়া-বাংলাবাজার নামে পরিচিত হবে।
ইতোমধ্যে চারটি ফেরিঘাটের মধ্যে দুটি স্থানান্তর হয়েছে ও বাকি দুটির কাজ কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। তবে, নতুন রুটে পূর্বের সময় থেকে ফেরি চলাচলে ১০-১৫ মিনিট বেশি সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার আহমেদ আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মাদারীপুরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী ঘাট যা কাঁঠালবাড়ী নামে পরিচিত ছিলো। এখন ৫০০ মিটার দূরে আপস্ট্রিমে বাংলাবাজারে স্থানান্তর হচ্ছে। এতে করে নির্ধারিত সময় থেকে ১০-১৫ মিনিট বেশি সময় ব্যয় হবে। এই নৌরুটটি এখন সাড়ে ১৪ কিলোমিটার হলো। পদ্মা সেতুর নদীশাসন কাজের একটি অংশে সম্পন্ন হয়েছে। এজন্য স্থানান্তর হয়েছে। তবে লঞ্চ ও স্পিডবোট ঘাট এখনো পূর্বের স্থানেই আছে, এগুলো সরাতে আরও কয়েকদিন সময় লাগবে।’
কাঁঠালবাড়ী ঘাটের সহকারী ম্যানেজার জামিল শিকদার বলেন, ‘কাঁঠালবাড়ী ঘাট থেকে দুইটি ফেরিঘাট স্থানান্তর করে বাংলাবাজার নেওয়া হয়েছে। বাকি দুইটি ফেরিঘাটও কয়েকদিনের মধ্যে যাবে।’
এদিকে, আজ সকাল থেকে এ নৌরুটে নয়টি ফেরি চলাচল করছে। নতুন বাংলাবাজার ঘাটের দুইটি ফেরিঘাটের উদ্দেশ্যে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ফেরি ছেড়ে যাচ্ছে।
Comments