নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা আদায় নিয়ে সংঘর্ষে আক্কাস আলী নামে (৪০) একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ওই গ্রামের মৃত মারাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষবেড় গ্রামের টুক্কা বাড়ির হোসেন ক্বারী বাড়ির রুহুল আমীনের কাছে ৫০ হাজার টাকা পেতেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত আক্কাস আলীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিচুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments