বিগ ব্যাশের পয়েন্ট-পাওয়ার প্লেতে নতুনত্ব, থাকছে বদলিও
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের দশম আসরে থাকছে বেশ কিছু নতুনত্ব। প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করতে ‘পাওয়ার সার্জ’, ‘এক্স-ফ্যাক্টর’ ও ‘ব্যাশ বুস্ট’ নামের তিনটি চমকপ্রদ নিয়ম চালু করছে প্রতিযোগিতাটির আয়োজকরা।
সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিগ ব্যাশের নতুন সংযোজনগুলোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে পরিবর্তন আনার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন ট্রেন্ট উডহিল। তিনি বিগ ব্যাশের ক্রিকেট পরামর্শকের দায়িত্বে আছেন। তার মতে, নতুন এসব নিয়ম কোচদের ভূমিকা বৃদ্ধির পাশাপাশি ম্যাচ চলাকালে নতুন কিছু দিক উন্মোচন করবে।
পাওয়ার সার্জ
প্রচলিত ছয় ওভারের পরিবর্তে ইনিংসের শুরুতে থাকবে চার ওভারের বাধ্যতামূলক পাওয়ার প্লে। বাকি দুই ওভার নেওয়ার ক্ষমতা থাকবে ব্যাটিংরত দলের। ইনিংসের ১১তম ওভার থেকে পরবর্তী যেকোনো সময়ে এটি নেওয়া যাবে।
এক্স-ফ্যাক্টর
দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ পরীক্ষায় বাতিল হয়ে যাওয়া ‘সুপার-সাব’ ফিরছে নতুন আঙ্গিকে। প্রথম ইনিংসের ১০ ওভার শেষে দুদলই বদলি ক্রিকেটার নামাতে পারবে। তবে তাকে চূড়ান্ত খেলোয়াড় তালিকার দ্বাদশ বা ত্রয়োদশ ব্যক্তি হতে হবে। কেবল এমন কাউকেই বদল করা যাবে, যিনি ব্যাট করেননি বা এক ওভারের বেশি বল করেননি।
ব্যাশ বুস্ট
প্রতি ম্যাচের জন্য আগে বরাদ্দ ছিল দুই পয়েন্ট, এখন থাকছে চার পয়েন্ট। শুধু ম্যাচ জিতলে পাওয়া যাবে তিন পয়েন্ট। বাকি এক পয়েন্ট জুটতে পারে যেকোনো দলের ভাগ্যে। দ্বিতীয় ইনিংসের ১০ ওভার শেষে যারা তুলনামূলকভাবে এগিয়ে থাকবে, তারাই তা পাবে। স্কোর সমান হলে ০.৫ করে পাবে প্রত্যেক দল।
উল্লেখ্য, বিগ ব্যাশ মাঠে গড়াবে আগামী ১০ ডিসেম্বর। শুরুর দিকের খেলাগুলো হবে হোবার্ট ও ক্যানবেরায়, পরের দিকে কুইন্সল্যান্ড ও অ্যাডিলেডে। জানুয়ারির ম্যাচগুলোর ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।
Comments