জন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎস খোঁজা হচ্ছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত অর্থের উৎস খোঁজা হচ্ছে। যারা অর্থের সরবরাহ করছে তাদের বিচারের আওতায় আনা হবে। জনগণ, রাষ্ট্রের সম্পদ ও মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’

সোমবার বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অপরাজনীতি থেকে সরে না এলে আগুনের শিখায় তাদের সেই অপরাজনীতির মৃত্যু হবে। তারা আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেশের মানুষ জানে ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসের কথা। জনগণ তা ভুলে যায়নি। সময় থাকতে অপরাজনীতি থেকে ফিরে না এলে তাদের রাজনীতিরও অপমৃত্যু ঘটবে।’

তিনি বলেন, ‘বিএনপি একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে।’

কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

14h ago