আম্পানে ক্ষতিগ্রস্ত পল্লিসড়ক সংস্কারে ৬ হাজার কোটি টাকার প্রকল্প
ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-ব্রিজ-কালভার্ট সংস্কারের মাধ্যমে পল্লিসড়ক নেটওয়ার্ক ব্যবস্থা সংরক্ষণে সরকার ৫ হাজার ৯০৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ‘ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামোগুলো জলবায়ু সহনশীল টেকসই অবকাঠামো হিসেবে নির্মাণ করা। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দ্রুত অর্থনৈতিক গতিশীলতা আনতে প্রকল্পটি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।’
‘এছাড়াও, গ্রাম সড়ক, ইউনিয়ন সড়ক ও উপজেলা সড়ক এবং ব্রিজ/কালভার্ট পুনর্বাসন/পুনঃনির্মিত হলে পল্লী অঞ্চলের নিরবছিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে পরিবহণ খরচ কমাসহ জীবনমানের উন্নয়ন হবে।’
প্রস্তাবে আরও বলা হয়, যোগাযোগ ব্যবস্থা তথা সড়ক নেটওয়ার্কের সুফল নিশ্চিত, কৃষি-অকৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ সামগ্রিকভাবে দারিদ্র্য বিমোচনে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকল্পটি এ বছর শুরু হয়ে ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হবে।
প্রকল্পের আওতায় উপজেলা সড়ক ২৩৮৮ দশমিক ৩৪ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ২২৭৪ দশমিক ৬৮ কিলোমিটার, গ্রাম সড়ক ১৫৩৪ দশমিক ৯৪ কিলোমিটার পুনর্নির্মাণ করা হবে।
আজকের একনেকের সভায় আরও তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর দুটি সংশোধিত প্রকল্প।
Comments