প্রেমের নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রেমের নামে প্রতারণার অভিযোগে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন রাতুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার দুপুরে সিআইডি’র সাইবার ইন্টিলিজেন্স শাখার বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতুল প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করতেন। এরপর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের অর্থ দাবি করতেন। এ ছাড়া, ভুক্তভোগীর মোবাইল ফোন চুরি করে জিমেইল ও ফেসবুক অ্যাকাউন্ট দখলে নিয়েও ব্ল্যাকমেইল করতেন।
শাহজাহানপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২), ২৪(২), ২৫(২), ৩০(২), ৩৫(২) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১) ও ৮(২) ধারায় দায়ের হওয়া মামলায় (মামলা নম্বর ১১) গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড পাওয়া গেছে। দুটি ফোনে চারটি ভুয়া ফেসবুক আইডি এবং নয়টি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা ছিল। এ ছাড়া অন্তত ১০ জন ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও এবং প্রতারণায় ব্যবহৃত ফেক কল ও ভুয়া হিস্ট্রি অ্যাপ পাওয়া গেছে দুটি মোবাইলে।
রাতুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একতারপুর এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আবু তাহের। নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে ঢাকার মিরপুরে চলে আসেন রাতুল। প্রথমে একটি বাসায় চা বয় হিসেবে কাজ নেন, পরবর্তীতে মোহাম্মদপুরের রিং রোডের একটি শো রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন। এরপর হঠাৎ চাকরি ছেড়ে অপরাধ জগতে পা বাড়ান— বলেন রেজাউল মাসুদ।
Comments