কর্নেল (অব.) শওকত আলীকে শরীয়তপুরে দাফন

ছবি: সংগৃহীত

সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত কর্নেল (অব.) শওকত আলীকে আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের নড়িয়ায় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করা হয়েছে।

শওকত আলী গতকাল সোমবার ৮৩ বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ মারা যান।

তার নাতি উদয় শওকত আলী দ্য ডেইলি স্টারকে জানান, দাফনের আগে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স কোরের প্রথম পরিচালক ও মুক্তিযোদ্ধা শওকত আলীকে বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

উদয় জানান, সকালে কর্নেল (অব.) শওকত আলীর মরদেহ সিএমএইচ এর মর্গ থেকে সশস্ত্র বাহিনীর একটি হেলিকপ্টারে শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছে দেওয়া হয়।

শরীয়তপুর জেলা স্টেডিয়াম থেকে শওকত আলীর মরদেহ সকাল ১১টা ৩০ মিনিটে তার বাড়ি স্বাধীনতা ভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় নড়িয়া শহীদ মিনারে। সেখানে মুক্তিযুদ্ধের বীর ও শরীয়তপুর-২ আসনের ছয় বারের এই সংসদ সদস্যকে শত শত লোক শ্রদ্ধা নিবেদন করেন।

তার দ্বিতীয় নামাজে জানাজা নড়িয়া বিএল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পর শরীয়তপুর জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Govt committed to bring back laundered money: press secretary

While retrieving laundered money is a challenging task, the interim government is fully committed to the effort, said Shafiqul Alam, press secretary to the chief adviser, today

43m ago