শাহজালালে ৬০টি সোনার বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ৬০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। ছয় কেজি নয় শ গ্রাম ওজনের সোনার বারগুলোর বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।
Gold_Airport_18Nov20.jpg
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ৬০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। ছয় কেজি নয় শ গ্রাম ওজনের সোনার বারগুলোর বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

আজ বুধবার সকালে ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ মারুফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইটে (ফ্লাইট নং ইকে-৫৮২) সোনার বার আসছে এমন গোপন সংবাদ ছিল আমাদের কাছে। ওই ফ্লাইটের মহাব্বত আলী নামে এক যাত্রীকে বিমানবন্দরের গোল্ডেন ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। তার শরীরে ককশিট দিয়ে কৌশলে ৬০টি সোনার বার লুকানো ছিল। মাহাব্বত আলীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি প্রায়ই বিদেশে যেতেন। গত পাঁচ-ছয় দিন আগে তিনি দুবাই গিয়েছিলেন। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।’

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

2h ago