ফেনীতে পৃথক অভিযানে পিস্তল ও ইয়াবাসহ আটক ২
ফেনী পৌর এলাকা ও ছাগলনাইয়া উপজেলা থেকে পৃথক অভিযানে দুই জনকে আটক করেছে র্যাব। আজ বুধবার র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত রাতে র্যাব সদস্যরা ফেনী পৌর এলাকার সহদেবপুর বাইতুল মামুর জামে মসজিদের পাশে অভিযান চালায়। র্যাব সদস্যদের দেখে পালানোর সময় মো. শেখ ফরিদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তাকে তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি পিস্তল পাওয়া যায়। ফরিদ সাহাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সীমান্ত এলাকা থেকে গত রাতে এক হাজার ৭৮০ পিস ইয়াবাসহ মো. হারুন (৩০) নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ঘোপাল ইউনিয়নের পশ্চিম ঘোপাল গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে— বলেন জুনায়েদ জাহেদী।
Comments