ফেনীতে ডিলারের বাসা থেকে ২৭০ কেজি সরকারি চাল জব্দ
ফেনীতে এক ডিলারের বাসা থেকে ৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যার প্রতিটিতে ৩০ কেজি করে ২৭০ কেজি চাল রয়েছে। এ সময় বাসায় আরও ২০টি খালি বস্তাও পাওয়া যায়। তবে ডিলার মো. নুরনবীকে পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিলারের বাসায় অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী পৌরসভার পশ্চিম ডাক্তার পাড়ায় ওএমএস ডিলার মো. নুরনবী সরকারী চাল বিক্রি না করে বেশি দামে বিক্রির জন্য নিজের বাসায় নিয়ে রেখেছেন এই খবরে বাসাটিতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে ডিলার পালিয়ে যান। অভিযানে ৯ বস্তা ওএমএসের চাল জব্দ করা হয়।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম জানান, জব্দ করা চাল সংশ্লিষ্ট খাদ্য বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং নুরনবীর ওএমএস ডিলারশিপ বাতিলের জন্য ফেনী সদর নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে। এ ছাড়া তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে খাদ্য বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সরকারি চাল বাসায় রাখা প্রসঙ্গে ডিলার নুরনবীর স্ত্রী হাজেরা বেগম জানান, পাড়ায় কিছু গরীব আত্মীয়ের কাছে বিক্রির জন্য এ চাল বাসায় আনা হয়েছিল।
এ প্রসঙ্গে ফেনী সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. শাহিন মিয়া জানান, সরকারি চাল বাসায় মজুদ করার নিয়ম নেই। ডিলারদের খাদ্য বিভাগের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট স্থানে চাল মজুদ ও বিক্রি করার কথা।
এলাকাবাসীরা অভিযোগ করেন, ডিলার নুরনবী দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধ চালিয়ে আসছে।
Comments