নারায়ণগঞ্জে পরিত্যক্ত ঘরে ঠিকাদারের মরদেহ
নারায়ণগঞ্জ শহরের কুড়িপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে মোস্তফা হাওলাদার (৪৫) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মোস্তফা হাওলাদারের বাড়ি খানপুর সরদারপাড়ায়। তার বাবার নাম হাসমত হাওলাদার।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিক ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ বলা যাবে। কয়েকদিন আগে একটি বিরোধের জেরে মোস্তফা হাওলাদার সদর থানায় জিডি করেছিলেন। সেই সূত্র ধরেই তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
Comments