আরও ৪০ লাখ এমআরপি পাসপোর্ট
অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সরসরি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে।
আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে কেবিনেট বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল বিষয়টি জানান।
কোভিড-১৯ পরিস্থিতিতে পাসপোর্টের চাহিদা বেশি কিনা বা সরাসরি পাসপোর্ট কিনতে হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে ড. আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন চাহিদা কম থাকলেও সরকারের লক্ষ্য ছিল ই-পাসপোর্ট চালু করা। কিন্তু, কোভিডের কারণে তা বিলম্বিত হয়েছে। এ কারণে আবার ৪০ লাখ এমআরপি পাসপোর্ট কিনতে হচ্ছে।’
Comments