রাত ৮টার মধ্যে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান মেয়র তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রাত আটটার মধ্যে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহবান জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রাত আটটার মধ্যে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহবান জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের দশতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, ‘আমরা শহরকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে চাই। আমরা রাত আটটার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান-পাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে দেখি একটি নির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়।’

‘আমরা মনে করি ঢাকাবাসীর জন্য ঢাকা শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ করলে আমাদের সামগ্রিক কার্যক্রম একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারব,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আটটার মধ্যে দোকানপাট বন্ধ করা হলে ঢাকা শহর যানজট থেকে অনেকটা মুক্তি পাবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব, সন্তানদেরকে সময় দিতে পারব।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের সন্তানের যদি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয় তাহলে সব পিতা-মাতার সন্তানের সঙ্গে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সেটা ভুলে যাই, সেটা খেয়াল করিনা।’

সন্তানদের সময় দেওয়া যে কোনো জাতি গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মেয়র বলেন, ‘সবকিছু বিবেচনা করে আমরা রাত আটটা পর্যন্ত দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি।’

এটি কার্যকর করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে সকালে আজিমপুর আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি মেয়র।

এ সময় সাংবাদিকদের গণশৌচাগার নিয়ে করা এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা এর মাঝে ওয়ার্ডভিত্তিক কতগুলো গণশৌচাগার প্রয়োজন, কোন কোন ওয়ার্ডে প্রয়োজনীয়তা বেশি তার সমীক্ষা করছি। আমরা প্রত্যেক ওয়ার্ডে অন্ততপক্ষে একটি করে গণশৌচাগার করব। যে সমস্ত এলাকায় জনসাধারণের যাতায়াত বেশি, সেখানে আমরা বেশি করে গণশৌচাগার করব। এজন্য আমরা এরই মাঝে প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি এবং প্রকৌশল বিভাগ একটি প্রকল্প প্রণয়নের জন্য সমীক্ষা করছে।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago