'মেসির বার্সা ছাড়ার জন্য প্রস্তুত লা লিগা'

চলতি মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু রিলিজ ক্লজের শিকলে আটকে তাকে থাকতে হয়েছে লা লিগাতেই। কিন্তু আগামী মৌসুমে বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরচ্ছে। তখন আর তার দল ছাড়তে কোনো বাধাই থাকছে না। আর এ বিষয়টি মেনে নিয়েছেন লা লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাস। মেসিকে ছাড়াই লিগ আয়োজনের প্রস্তুতি নিয়ে রাখছেন তারা।
এদিকে মেসিকে পেতে তর সইছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। আগামী জানুয়ারিতেই তাকে কেনার জন্য প্রস্তাব তৈরি করছে তারা। সবমিলিয়ে তাই মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন চড়া। আর তেবাসও জানিয়ে দিলেন প্রস্তুতি নিয়ে রাখছেন তারা, 'আমরা চাইব মেসি যেন লা লিগায় থেকে যান তবে রোনালদো ও নেইমার যাওয়ায় আমরা তেমন কোনো পার্থক্য দেখিনি। আমরা প্রস্তুত।'
আর ম্যানসিটির এতো আগ্রহের জন্য ক্লাবটিকে রীতিমতো একহাত নিয়েছেন লা লিগা সভাপতি, 'প্রিমিয়ার লিগের একটি ক্লাবই মেসিকে ম্যানচেস্টার সিটিতে নিতে চায়। যারা সব নিয়ম ভেঙে এমনটা করে। এটা শুধু আমি বলছি না। আমি তাদের নিয়ে চিন্তিত নই। তারা এমনটা অনেকবার করেছে। আরও একবার করতে চাইছে। সিটি কোভিডে অথবা অন্য কিছুতে আক্রান্ত হয়নি। তারা অন্যভাবে অর্থায়ন করে। তাদের মোকাবেলা করা কঠিন।'
মৌসুমের শুরুতে মেসি বার্সা ছাড়তে চাইলে ক্লাবটির তৎকালীন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউকে সমর্থন করেছিলেন তেবাস। তার সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন ক্লাব ছাড়তে হলে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই যেতে হবে।
এছাড়া কিছু দিন আগেও মেসিকে টাকা তৈরির মেশিন বলেছিলেন লা লিগা সভাপতি। এ আর্জেন্টাইন তারকা থাকা মানেই ভক্তদের আগ্রহ থাকে বেশি। স্বাভাবিকভাবেই তাই পৃষ্ঠপোষকদের বাড়তি আগ্রহ থাকে। সেই খেলোয়াড়কে শেষ পর্যন্ত ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে তাদের। বার্সার আভ্যন্তরীণ নানা কাণ্ডে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
যদিও এখন সেই বোর্ডের লোকজন নেই। নতুন বোর্ডের পরিকল্পনা পছন্দ হলে থেকেও যেতে পারেন মেসি। আর এটা ভেবেই হয়তো আগেই মেসিকে লুফে নেওয়ার চেষ্টা করছে সিটি। জানুয়ারিতেই তাকে দলে টানতে চেষ্টা করছে ইংলিশ ক্লাবটি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
Comments