বাগেরহাটে ১৭ দিনের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে নিখোঁজ ১৭ দিনের শিশু সোহানার মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, আজ বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গত সোমবার রাতে নিখোঁজ হয় শিশুটি। বাবা-মা সোমবার ঘুম থেকে উঠে দেখেন বাচ্চা বিছানায় নেই। তার বালিশ খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজা খোলা। শিশুটির বাবা সুজন খান দাবি করেছেন যে জমির বিরোধ ও প্রতিবেশীদের সাথে পারিবারিক কলহের জেরে শিশুটিকে চুরি করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

আরও পড়ুন-

বাগেরহাটে ১৭ দিনের নবজাতক চুরি

Comments