চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে নিহত ৯

Accident_Chapai_19Nov20.jpg
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই ভটভটি উল্টে নয় জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। ১৯ নভেম্বর ২০২০। ছবি: রবিউল হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই ভটভটি উল্টে নয় জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার বারিকবাজার গ্রামের ভাঙা সাঁকো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি মোহাম্মদ সাবের আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিরা নওগাঁ থেকে ধান কাটার মজুরি হিসেবে ধান নিয়ে গ্রামে ফিরছিলেন। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজন বহন করা এবং অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ভটভটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নয় জন নিহত হন। আহত হয়েছেন আরও সাত জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভটভটি উল্টে ঘটনাস্থলে আট জন নিহত হয়েছেন। আব্দুল লতিফ নামে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমরা তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি। তার বাড়ি বারিকবাজার গ্রামে।’

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম বলেন, আমরা আট জনের মরদেহ উদ্ধার করেছি। এরা হলেন— মো. আব্দুল কাশেম, মো. বাবু, মো. তাজামুল, মো. মিঠুন, মো. করিম, মো. মিলু, মো. আতাউর ও আহাদ আলী। তারা বালিয়াদীঘি ও লাওঘাটা গ্রামের বাসিন্দা।

Comments

The Daily Star  | English

18 lower court judges sent into forced retirement

A circular was issued in this regard tonight by Branch-3 of the Judicial Division under the Law and Justice Division

1h ago