জীবনকে ছাড়াই কাতার গেল ফুটবল দল
দলের অন্যতম সেরা পারফর্মার নাবিব নেওয়াজ জীবনকে ছাড়াই কাতারের বিপক্ষে খেলতে গেল বাংলাদেশ ফুটবল দল। হাঁটুর চোটের কারণে এই স্ট্রাইকার শেষ মুহূর্তে অংশ হতে পারেননি দলের। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় যেতে পারেননি মিডফিল্ডার মনজুর হোসেন মানিকও। একই কারণে নেই প্রধান কোচ জেমি ডেও।
২৭ জনের বদলে ২৫ ফুটবলারকে নিয়ে বৃহস্পতিবার সকালে দোহার উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল।
এর আগে প্রথম লেগে ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে ২-০ গোলে হেরেছিল জেমি ডের শিষ্যরা।
দলের ম্যানেজার আমের খান জানান, জীবন ও মানিককে এখনো পাওয়ার আশা তাদের, ‘আমাদের স্কোয়াড ছিল ২৭ জনের। গতকাল কোভিড পরীক্ষার পর মানিককে আমাদের রেখে আসতে হয়েছে, কারণ ওর পজিটিভ আসছে। যদি তিন চার দিন পর আবার পরীক্ষায় সে সেরে উঠে তাহলে তাকে দলে যোগ করা হবে। চোটের কারণে জীবনকেও রেখে দেওয়া হয়েছে। তিন-চার দিনে যদি সে উন্নতি করতে পারে তাহলে সেও চলে আসবে।’
তবে দ্য ডেইলি স্টারকে জীবন জানালেন অন্তত চার সপ্তাহের আগে মাঠে ফেরা হচ্ছে না তার, ‘ডান হাঁটুর ইনজুরির কারণে যেতে পারছিনা। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধে বল হেড করতে নেপাল গোলকিপারের সাথে চোট পেয়েছি । সে আমার পায়ের উপর পড়ে গিয়েছিল। খেলা শেষ হবার পর ব্যথা ক্রমান্বয়ে বেড়েছে। এম আর আই করা হয়েছে, লিগামেন্ট এমন পর্যায়ে গেছে যে আর একটু হলে ছিঁড়ে যেত। চার সপ্তাহের রেস্ট দিয়েছে, এর মধ্যে কোনরকম প্রাকটিস করা নিষেধ। যেতে পারছিনা, খারাপতো লাগছেই।’
দোহা পোঁছে টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ। এসময় জিম ও স্যুমিং সুবিধা পাবেন ফুটবলাররা।
দেশ ছাড়ার আগে গোলকিপার আশরাফুল ইসলাম রানা জানান, প্রতিপক্ষ প্রবল হলেও সেরাটা ঢেলে দেবেন তারা, ‘বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের বড় ম্যাচ। সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের লক্ষ্য পূরণ করতে পারি, প্রতিশ্রুতি রাখতে পারি।’
Comments