টাঙ্গাইলে ব্যবসায়ী আনিস হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন
টাঙ্গাইলের দেলদুয়ারে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে স্থানীয় বণিক সমিতি।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাউহাটীতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী আনিসুর হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত মঙ্গলবার লাউহাটী ইউনিয়নের পাচুরিয়া গ্রাম থেকে আনিসুরের গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে দেলদুয়ার পুলিশ। আনিসুর স্থানীয় একটি ক্লিনিকের মালিক এবং জমি কেনা বেচায় জড়িত ছিলেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহজনক তিন জনকে আসামি করে বুধবার হত্যা মামলা করেছেন আনিসুরের বড় মেয়ে মারুফা আক্তার। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments