ধর্ষণের শাস্তি থেকে মুক্তি পেতে হাইকোর্টের নির্দেশে ফেনী কারাগারে বিয়ে

স্টার অনলাইন গ্রাফিক্স

ধর্ষণের শাস্তি থেকে মুক্তি পেতে হাইকোর্টের নির্দেশে ফেনী জেলা কারাগারে এই প্রথম ধর্ষণে অভিযুক্তর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী কারাগারে বর ও কনেসহ দুই পক্ষের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

সকালে মিষ্টি নিয়ে দুই পক্ষের লোকজনসহ আইনজীবীরা কারাগারের ফটকে হাজির হন। পরে বিয়ে পড়াতে আসেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও বিয়ের কাজী আবদুর রহিম।

সে সময় ৬ লাখ টাকা দেনমোহর ও এক লাখ টাকা উসুল ধার্য করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে উভয় পক্ষের স্বজনরা একের অপরের সঙ্গে কোলাকুলি করেন।

কারা সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, গত ২৭ মে জেলার সোনাগাজীর এক ইউনিয়ন পরিষদ সদস্যের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে।

ঘটনার পরদিন ভুক্তভোগী নিজে সোনাগাজী থানায় হাজির হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গত ২৯ মে অভিযুক্তকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ। পরে তার পরিবারের সদস্যরা ‘জামিনে মুক্তি পেয়ে বিয়ে করবে’ শর্তে অভিযুক্তের জামিন চেয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে আপিল করেন।

হাইকোর্ট জামিন না দিয়ে কারা-ফটকেই অভিযুক্ত ও ভুক্তভোগীর বিয়ের আয়োজনের জন্য ফেনী কারা তত্ত্বাবধায়কে নির্দেশ দেন।

সেই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বিয়ের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

53m ago