৫ রুটে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত
করোনা মহামারির কারণে পাঁচ আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এই পাঁচটি রুট হলো- ম্যানচেস্টার, ব্যাংকক, কাঠমান্ডু, মদিনা এবং কুয়েত।
আজ বৃহস্পতিবার বিমানের ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়।
এর আগে, গত ২ নভেম্বর এই পাঁচ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান।
সারাবিশ্বে চলমান করোনা মহামারির কারণে গত মার্চে সব রুটের ফ্লাইট স্থগিত করেছিল বিমান।
তবে, জুলাইয়ের মাঝামাঝি থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। এখন পর্যন্ত বিমানের ফ্লাইট চালু করা রুটগুলো হলো- লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দিল্লি, আবুধাবি, দুবাই, দোহা, দাম্মাম, জেদ্দা, রিয়াদ এবং মাসকট।
এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান।
Comments