নারায়ণগঞ্জে ময়দা মিলের মেশিনে পড়ে ২ শ্রমিক নিহত

ময়দা মিলের প্রবেশপথ। ছবি: স্টার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি ময়দা মিলের সাইলো পরিষ্কার করার সময় ভেতরে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকার আকিজ ফ্লাওয়ার মিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দরের একরামপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে মো. রাজু আহমেদ (২৬) ও একই এলাকার অন্তর মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে ময়দা প্যাকেজিং করার সাইলো পরিষ্কার করার সময় ভেতরে পড়ে যায় দুই শ্রমিক। বিকেল ৪টায় সাইলোর পাইপ কেটে তাদের উদ্ধার করা হয়। পরে অন্যান্য শ্রমিকেরা মিলে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শ্রমিকদের বরাত দিয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবদুল্লাহ বলেন, ‘আকিজ ফ্লাওয়ার মিলের ৩০ মিটার উচ্চতার সাইলো পরিষ্কার করতে গিয়ে প্রথমে রাজু ভেতরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অন্তরও পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ধারণা করা যাচ্ছে, সাইলোর ভিতরে অক্সিজেনের সংকট ছিলো।’

‘এ ছাড়া, অন্য কোনো কারণে তারা পড়ে গেছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,’ বলেন তিনি।

আকিজ ফ্লাওয়ার মিলের প্রোডাকশন ম্যানেজার গালিবুর রহমান বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। নিহতদের পরিবারে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঊর্ধ্বতনদের বলা হবে।’

Comments

The Daily Star  | English

Israeli military says it killed Iran's wartime chief of staff

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

3h ago