শাহজাদপুরে জঙ্গি আস্তানা, ৪ জনের আত্মসমর্পণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চার জন আত্মসমর্পণ করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘রাজশাহী থেকে গত রাত ১২টার দিকে সন্দেহভাজন দুই জঙ্গি সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে সিরাজগঞ্জের ওই বাসায় অভিযান চালালে জঙ্গি সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।’
‘এরপর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাজশাহী থেকে আটক দুই জনের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।
‘আমাদের ধারণা বাড়িতে একাধিক সশস্ত্র ব্যক্তি আছেন। অভিযান চালাতে ওই বাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।
Comments