এক সিনেমায় বলিউডের ৩ খান
দশ দিন আগে জানা গিয়েছিল আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের। এবার সেই সংবাদের সঙ্গে যোগ হচ্ছে আরও এক চমক। এই দুজনের সঙ্গে যোগ দিচ্ছেন সালমান খান।
বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান মানেই নতুনত্ব। প্রথমবারের মতো ‘লাল সিং চাড্ডা’ ছবিতে তিন খান এক সঙ্গে হাজির হচ্ছেন।
ভারতের সংবাদমাধ্যম মুম্বাই মিরর এই তথ্য প্রকাশ করেছে।
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছবিতে শাহরুখের চরিত্রের মতো সালমানের চরিত্রটিও বাছাই করেছেন আমির নিজে। করোনা মহামারির পর সিনেমাশিল্পকে চাঙা করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।
জানা গেছে, আমির খানের সঙ্গে শাহরুখ তার ‘ডিডিএলজে’র আইকনিক চরিত্র ‘রাজ’ হিসেবে হাজির হবেন।
সালমান খানকে দেখা যাবে ‘প্রেম’ চরিত্রে। নব্বই দশকে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির চরিত্র হিসেবে।
‘লাল সিং চাড্ডা’ হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক। চলতি বছরেই এর শুটিং শুরু হবে। আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে।
ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর।
Comments