বার্সায় নতুন যুগের সৃষ্টি করবে ডি ইয়ং: জাভি
এক সময়ে বার্সেলোনার মাঝ মাঠের কাণ্ডারি ছিলেন জাভি, ইনিয়েস্তা, বুসকেতসরা। তবে সময়ের আবর্তে বার্সা ছেড়েছেন জাভি ও ইনিয়েস্তা। বুসকেতসও প্রায় ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন। বার্সেলোনার মাঝ মাঠের দায়িত্ব এখন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, পেদ্রিদের মতো তরুণদের হাতে। আর ডি ইয়ংয়ের খেলা দেখে খুবই মুগ্ধ জাভি। বার্সেলোনায় তিনি নতুন যুগ সৃষ্টি করতে পারবেন মনে করেন এ স্প্যানিশ তারকা।
আয়াক্স থেকে গত মৌসুমের শুরুতে বার্সেলোনায় যোগ দেন ডি ইয়ং। অভিষেক মৌসুমটা অবশ্য খুব ভালো কাটেনি। বার্সাকে থাকতে হয়েছে শিরোপাশূন্য। তবে ব্যক্তিগত নৈপুণ্য ধারাবাহিকভাবেই দেখিয়েছেন ডি ইয়ং। যদিও আয়াক্সের থাকাকালীন সময়েই তার খেলা দেখে মুগ্ধ জাভি। বার্সেলোনায় যোগ দেওয়ার তাই ভীষণ উচ্ছ্বসিত ছিলেন এ সাবেক বার্সা তারকা।
সম্প্রতি কাতার ২০২২ ইনস্টাগ্রামে ডি ইয়ং প্রসঙ্গে জাভি বলেন, 'যখন বার্সেলোনা ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে সাক্ষর করে, এটা আমাকে আনন্দিত করেছিল। আমি ইনস্টাগ্রামে তাকে শুভকামনা জানাই। সেও খুব ভাল প্রতিক্রিয়া জানিয়েছিল, "ধন্যবাদ, এটি একটি সম্মান"। আমি তাকে এমন একজন ফুটবলার হিসাবে বিবেচনা করি যে বার্সেলোনায় একটি নতুন যুগ সৃষ্টি করতে পারবে।'
অনেকেই অবশ্য ডি ইয়ংয়ের মধ্যে জাভি ও ইনিয়েস্তার ছায়া দেখতে পাচ্ছেন। জাভি এমনটা মানতে নারাজ। তাকে সম্পূর্ণ ভিন্ন ধরণের খেলোয়াড় বললেন এ স্প্যানিশ, 'ফ্র্যাঙ্কি ডি ইয়ং হলো ফ্র্যাঙ্কি ডি ইয়ং। ইনিয়েস্তা কিংবা আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। এমনকি বুসকেতসের সঙ্গেও নেই। সে একেবারেই আলাদা।'
সময়ের সঙ্গে সঙ্গে ডি ইয়ং বার্সায় আরও ভালো কিছু করতে পারবেন বলে বিশ্বাস করেন জাভি, 'অবশ্যই, বার্সেলোনার খেলোয়াড়দের একটি দুর্দান্ত লেভেলের হওয়া দরকার, অন্যথায় সর্বদা সমালোচনা থাকবেই। আপনি যখন বার্সেলোনায় দেখবেন, আপনার মেসি, গ্রিজমান, পিকে, বুসকেতস, টের স্টেগেনদের মতো বিশ্বের সেরা খেলোয়াড় দলে আছে। যারা ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভাষার এ খেলোয়াড়দের খাপ খাইয়ে নিতে সময় প্রয়োজন। আমার পক্ষেও এটা কঠিন ছিল, ইনিয়েস্তার জন্যও। যখন আমরা ২০-২৩ বছর বয়সী তরুণ ছিলাম। বড় ক্লাবে পার্থক্য গড়ে তোলা খুবই কঠিন।'
শুধু বার্সেলোনা নয়, নেদারল্যান্ডসের জন্যও ডি ইয়ং ভালো কিছু করবেন বলে আশাবাদী জাভি, 'সে অত্যন্ত দক্ষ খেলোয়াড় এবং তাকে এই প্রজন্মের ডাচ খেলোয়াড়দের সংগঠক বলা যেতে পারে। সে মিডফিল্ড থেকে একটি দলকে সংগঠিত করতে সক্ষম এবং এতে আমার কোনও সন্দেহ নেই। নেদারল্যান্ডসের দুর্ভাগ্য ছিল যে তারা গত বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি তবে এখন তাদের কাছে এমন একটি প্রজন্ম রয়েছে যারা সত্যিই অনেক ভালো। কোনও সন্দেহ ছাড়াই এ দলটি দুর্দান্ত কিছু অর্জন করতে পারে।'
এমনকি ডি ইয়ং ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্যতা রাখেন বলেও মনে করেন জাভি, 'নিঃসন্দেহে কাতার ২০২০ বিশ্বকাপে সে নেদারল্যান্ডসের অন্যতম সেরা একজন খেলোয়াড় হতে যাচ্ছে। সে এখনও তরুণ। আমার মনে হয় সে একজন অসাধারণ ফুটবলার। সে কঠিন অঞ্চলগুলিতেও যে বল পেতে ভয় পান না, সে এত ভাল খেলোয়াড়।'
Comments