দায়িত্ব নেওয়ার পরে মাস্ক বাধ্যতামূলক করবেন বাইডেন
জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরে করোনার সংক্রমণ রোধে মাস্ক বাধ্যতামূলক করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল শীর্ষস্থানীয় মার্কিন গভর্নরদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে তিনি একমত পোষণ করেন।
আজ শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
বৈঠকে বাইডেন বলেন, ‘মাস্ক করোনার সম্ভাব্য সংকমণ প্রতিরোধ করে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে করোনায় আড়াই লাখের বেশি মানুষ মারা গেছেন।’
‘এটি কোনো রাজনৈতিক বিবৃতি নয়,’ বলেন বাইডেন।
৩ নভেম্বরের বিজয়ী জো বাইডেন বলেন, ‘এটি একটি দেশপ্রেম।’
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১১ দশমিক ৬ মিলিয়ন মানুষের করোনা শনাক্ত হয়ে এবং আড়াই লাখের বেশি মানুষ মারা গেছেন।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, প্রতিদিন দেশটিতে ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হচ্ছে। ফলে, সাম্প্রতিক সপ্তাহে কিছু রাজ্যে আবারও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
Comments