মাদক ও অবৈধ অস্ত্রসহ গোল্ডেন মনির গ্রেপ্তার
রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে মাদক ও অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র্যাবের পরিচালক (আইন ও মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি জানান, মাদক ও অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত থেকে মনিরের বাসায় অভিযান চালানো হয়। পরে আজ শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্রিফিং হবে। ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Comments