উইসকনসিনে বন্দুকধারীর হামলায় আহত ৮
যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মিলওয়াওকি শহরের কাছের একটি উপশহরের মলে বন্দুকধারীর হামলায় আট জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
স্থানীয় পুলিশপ্রধান ব্যারি ওয়েবার জানান, বন্দুকধারীকে এখনো আটক করা যায়নি। তাকে শনাক্ত করতে তদন্ত চলছে।
তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, হামলাকারী শ্বেতাঙ্গ তরুণ। যার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাকে শনাক্ত করতে তদন্তকারীরা কাজ করছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী সেখানে থেকে পালিয়ে গেছে।’
ওয়েবার জানান, হামলায় আহতদের মধ্যে একজন কিশোর রয়েছে। আহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments