‘অধিনায়কত্বের চাপ’ মিডিয়ার বানানো: তামিম
অধিনায়কত্বের চাপের প্রসঙ্গ গণমাধ্যমের বানানো বলে মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের মতে, বাইরের এমন চাপ তার উপর প্রভাব বিস্তার করে না। তবে যেকোনো অধিনায়ককেই পর্যাপ্ত সময় দেওয়ার আহবান তার।
এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন দেশের সফলতম ওপেনার। এর আগে প্রেসিডেন্ট’স কাপে দেখা গিয়েছে তার অধিনায়কত্ব।
সেই টুর্নামেন্টে তার অধিনায়কত্বের ধরন নিয়ে প্রশ্নের মুখে তামিম জানালেন, নেতৃত্বের চাপ নিয়ে কথাবার্তা আসলে কৃত্রিমভাবে তৈরি করা। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এই নিয়ে দিলেন বিশদ ব্যাখ্যা, ‘আমি তো এখনো সেরকম চাপের ম্যাচই খেলি নাই ভাই। সেরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট হতে হবে তো। অধিনায়কত্বের চাপ এটা আসলে তো আপনাদের (গণমাধ্যমের) বানানো। আমি এখনো কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি (অধিনায়ক হওয়ার পর)। আমি যেদিন অধিনায়ক হয়েছি সেদিনই বলে দিয়েছিলাম, অধিনায়কত্ব আপনি বিচার করবেন ছয়মাস, এক বছর দিয়ে ।সেটা বিশ্বের যত বড় নেতা হোক না কেন, যত ছোট নেতা হোক না কেন।’
গত মার্চে মাশরাফি বিন মর্তুজা ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলে লম্বা সময়ের দায়িত্ব পান তামিম। কাগজে কলমে দায়িত্ব পেলেও ওয়ানডে অধিনায়ক হিসেবে এখনো অভিষেকের অপেক্ষায় তিনি। তার আগেই ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্ব নিয়ে কাঁটাছেড়া পছন্দ হচ্ছে না বাঁহাতি এই ব্যাটসম্যানের, ‘দুই ম্যাচ তিন ম্যাচ পর আপনারা শুরু করে দেন অধিনায়কত্বের চাপ। এটা শুধু আমার জন্য না। দুই ম্যাচ তিন ম্যাচে কেউ কিছু শিখতে পারে না। একটা বাচ্চা হাঁটতে নয় মাস সময় নেয়। প্রথম যদি সে না হাঁটে আপনি তাকে বলতে পারেন না যে সে হাঁটতে পারে না। সময় লাগবে।’
তবে অধিনায়কত্ব ব্যাটসম্যান তামিমের উপর কোন প্রভাব ফেলছে কীনা, সেজন্যও একটা সময় বেধে দিয়েছেন তিনি, ‘অধিনায়কত্ব আমার খেলায় কতটুকু প্রভাব ফেলছে আপনার অন্তত ২০-২৫ ম্যাচ পর বিচার করতে হবে।’
চাপটা বাইরে থেকে তৈরি করে দেওয়া হলেও সেই চাপে তিনি একদমই কাবু নন বলেও স্পষ্ট করছেন তামিম, ‘আমার কোন সমস্যা হয় না (চাপ নিয়ে কথাবার্তায়)। অধিনায়কত্বের যে জিনিসটা, ওটা নিয়ে আপনাদের অনেকবারই বলেছি আমার ছোট বেলা থেকে কোন স্বপ্ন ছিল না যে আমি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হব। সেটা পেয়েছি। কাজেই আমি চেষ্টা করব আমার দায়িত্ব পুরোপুরিভাবে পূরণ করার। ভাল হবে কি খারাপ হবে সেটা সময় বলবে। আমার পরে যে হবে, আমার আগে যে ছিল- সবার ক্ষেত্রেই ভাল অধিনায়ক বা সফল অধিনায়ক পেতে গেলে সময় দিতে হবে।’
Comments