পদ্মা সেতুতে বসছে ৩৮তম স্প্যান

Padma_Bridge_38th_Span_21No.jpg
পদ্মা সেতুতে বসছে ৩৮তম স্প্যান | ছবি: স্টার

পদ্মা সেতুর ৩৮তম স্প্যান ‘ওয়ান-এ’ সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানোর কাজ চলছে। প্রকৌশলীরা প্রত্যাশা করছেন, আজকের মধ্যে স্প্যান বসানো সম্ভব হবে। মাওয়া প্রান্তে স্প্যানটি বসানো হলে সেতুর পাঁচ হাজার সাত শ মিটার দৃশ্যমান হবে।

আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩৮তম ‘ওয়ান-এ’ স্প্যান নিয়ে ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ রওয়ানা হয়। নির্ধারিত পিলারের কাছে পৌঁছে ৯টা ৫০ মিনিটে। নোঙর করে, ছয়টি ক্যাবলের সাহায্যে ভাসমান ক্রেনটিকে বেঁধে ফেলা হয়। সাত দিন আগেই স্প্যান বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। ৩৭তম স্প্যান বসানোর নয় দিনের মাথায় শুরু হলো ৩৮তম স্প্যান স্থাপনের কার্যক্রম। বাকি থাকবে তিনটি স্প্যান।

প্রকৌশলীরা বলেন, গত মাসের মতো চলতি মাসেও চারটি স্প্যান বসানোর টার্গেট আছে। আজ স্প্যান বসানোর হলে আর একটি বাকি থাকবে। ডিসেম্বরে মাওয়া প্রান্তে দুইটি স্প্যান বসানো হবে।

পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে আরেকটি চীনা প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

2h ago