ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

বরগুনায় মোটর শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, বাস চলাচল বন্ধ

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসানের ওপর হামলার প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাসচলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
Borguna_Bus_Strike_21Nov20.jpg
ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরগুনা জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ছবি: স্টার

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসানের ওপর হামলার প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাসচলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

আজ শনিবার সকাল ১১টার দিকে পরিবহন শ্রমিকরা টার্মিনাল এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ইমাম হাসান বরগুনা জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

গতকাল দুপুরে ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হন ইমাম হাসান। প্রথমে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।

জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইমাম হাসানের ওপর হামলা হয়েছে বলে মনে করছেন তার স্বজনরা। ধারালো শস্ত্রের আঘাতে তার দুই পা ও ডান হাত গুরুতর জখম হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।’

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago