রোনালদোর চার মিনিটের দুই গোলে জয়ে ফিরল জুভেন্টাস

নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে জুভরা।
juventus ronaldo
ছবি: টুইটার

প্রথমার্ধের শেষ দিকে চার মিনিটের মধ্যে দুবার লক্ষ্যভেদ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার নৈপুণ্যের আগে-পরে আক্রমণের বন্যা বইয়ে দিলো জুভেন্টাস। অনেকগুলো সুযোগ কাজে লাগাতে না পারলেও কালিয়ারিকে হারিয়ে জয়ে ফেরার স্বস্তি পেল আন্দ্রেয়া পিরলোর দল।

শনিবার রাতে ইতালিয়ান সিরি আতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে জুভরা। আগের ম্যাচে লাৎসিওর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।

জোড়া গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে গেছেন রোনালদো। তার গোলসংখ্যা ৮। প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। এসি মিলানের বর্ষীয়ান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের নামের পাশেও রয়েছে ৮ গোল।

একাদশ মিনিটে আলভারো মোরাতার পাসে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন ফেদেরিকো বের্নারদেস্কি। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। ২৬তম মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর কর্নারে স্প্যানিশ স্ট্রাইকার মোরাতার হেড লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর দেয়ান কুলুসেভস্কির বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

ronaldo juve
ছবি: টুইটার

৩৮তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনালদো। মোরাতার পাসে ডি-বক্সের ভেতর থেকে দর্শনীয় একটি গোল করেন তিনি। ডান পায়ের জোরালো শটে খুঁজে নেন দূরের পোস্ট। চার মিনিট পর কুয়াদ্রাদোর কর্নারে মেরিহ দেমিরালের হেডে বল পেয়ে যান অরক্ষিত রোনালদো। বাকি কাজটা তিনি সারেন অনায়াসে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে কুয়াদ্রাদোর কর্নারে হেড করেছিলেন দেমিরাল। কিন্তু বল ক্রসবারে বাধা পেলে ব্যবধান বাড়েনি স্বাগতিকদের। ৬৮তম মিনিটে কালিয়ারির রাগনার ক্লাভান জুভেন্টাসের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু রেফারি ফাউলের বাঁশি বাজানোয় তা বাতিল হয়ে যায়।

আট ম্যাচে সমান চারটি করে জয় ও ড্রয়ে তুরিনের বুড়িদের অর্জন ১৬ পয়েন্ট। তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

7m ago