সারা বিশ্বে ২০০ কোটি করোনা ভ্যাকসিন বিতরণ করা হবে: আঙ্গেলা মেরকেল
সারা বিশ্বে ২০০ কোটি করোনা ভ্যাকসিন বিতরণ করা হবে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।
গতকাল শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত জি২০ দেশগুলোর ‘রিয়াদ সম্মেলনে’ মেরকেল এই ঘোষণা দিয়েছেন বলে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে তা মোকাবিলায় ও ভ্যাকসিন উন্নয়নে বড় অর্থনীতির ২০টি দেশ (জি২০) ২১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে।
সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ বলেছেন, করোনা মহামারি প্রমাণ করেছে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ কর্মপন্থাই হচ্ছে এর থেকে মুক্তির সেরা পথ। তিনি এই মহামারিকে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার জন্যে একটি বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন।
সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, করোনার ভ্যাকসিন এ বছর শেষ হওয়ার আগেই পাওয়া যাবে।
সব দেশেই এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশেষ করে গরিবরাও এই ভ্যাকসিন পাবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেছেন, রিয়াদ সম্মেলন বিশ্বকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, তার দেশ করোনা রোগীর প্রকৃত তথ্য নিয়ে কোনো রাখঢাক করেনি।
গতকাল শুরু হওয়া দুই দিনের রিয়াদ সম্মেলনে জি২০ এর নেতারা ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন।
Comments