গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’

তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি গোয়াতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-তে আমন্ত্রিত হয়েছে।
rupsa-nodir-bake-11.jpg
‘রূপসা নদীর বাঁকে’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি গোয়াতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-তে আমন্ত্রিত হয়েছে।

আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে।

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতাদের উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ এই বিভাগে দেখানো হয়ে থাকে।

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক তানভীর মোকাম্মেলকেও নিমন্ত্রণ জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

6m ago